শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিখন-শেখানো কার্যক্রম মূল্যায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নৈপুণ্য অ্যাপস (Noipunno Apps) যা নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নে প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আরও বেশি ডায়নামিক করবে এবং ফলাফলকে করবে আকর্ষনীয়।
ব্যবহারকারীগণ বিভিন্ন উপায়ে নৈপুণ্য অ্যাপ, নৈপুণ্য অ্যাপ ডাউনলোড, নৈপুণ্য app, নৈপুণ্য অ্যাপ download, নৈপুণ্য এপ, নৈপুণ্য এপ স্কুল লিখে বাংলায় এবং ইংরেজিতে noipunno app download, noipunno teacher web, noipunno app for pc লিখে খুঁজে কিন্তু নতুন হওয়ায় অনেক থার্ড পার্টি ডেভেলাপার বিভিন্ন ওয়েবভিউ অ্যাপস প্রস্তুত করে গুগল প্লে-স্টোর এবং অন্যন্য অ্যাপস স্টোরে পাবলিশ করেছে সঠিক সফটওয়্যারটি ইনস্টল করা কঠিন হয়ে যায়।
Table of Contents
নৈপুণ্য অ্যাপ
শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সঠিক noipunno app download এর লিংক এবং এন্ড্রয়েড অ্যাপ দেওয়া হল। আপনি চাইলে নিচের আইকন গুলোর উপর ক্লিক করে আসল noipunno application ডাউনলোড করে নিতে পারেন।
Noipunno App Download
কর্তৃপক্ষ Noipunno App Download এর দুটো অপশন রেখেছে। প্রথমটি হলো সরাসরি গুগল প্লে স্টোর থেকে আর অন্যটি Apk ইনস্টল। যেকোন একটি অপশন ব্যবহার করে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা যাবে।
নৈপুন্য অ্যাপটি মোবাইলে ইনস্টল করার ক্ষেত্রে সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মুনাফার আসায় অনেকগুলো ওয়েবভিউ অ্যাপ স্টোরে পাবলিশ করেছে রেখেছে।
অসাবধনতাবসত কেউ সেসব অ্যাপ ব্যবহার করে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য অন্যের হাতে তুলে দেওয়ার ঝুঁকি থেকে যায়। এই জন্য সঠিক অ্যাপ নির্মাতার নাম দেখে এবং বিস্তারিত নিশ্চিত হয়ে ফোনে ব্যবহার করতে হবে।
সঠিক নৈপুণ্য অ্যাপ চেনার উপায়
একজন সচেতন ব্যবহারকারী হিসেবে আসল নৈপুন্য অ্যাপটি চিনে নেওয়া আপনি নিশ্চয়ই অবগত আছেন প্রতিষ্ঠানের তথ্যের সুরক্ষা করা প্রত্যেকটি শিক্ষক কর্মচারীর আবশ্যকীয় পালনীয় কর্তব্য। তাই কোন তৃতীয় পক্ষের হাতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য দিতে না চাইলে সঠিক মূল্যায়ন অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইন্সটল করবেন।
Noipunno Teachers Main Apps চিনতে হলে প্রথমেই গুগল প্লে স্টোরে গিয়ে লিখুন নৈপুণ্য app অথবা Noipunno Apps ফলাফল হিসেবে অনেকগুলো নৈপূন্য অ্যাপ্লিকেশন প্রদর্শিত হবে। সেখান থেকে নিচের ছবির মত অ্যাপটি সিলেক্ট করুন।
অ্যাপটি চালু করে এবাউট অ্যাপ অপশনে ক্লিক করে Noipunno Apps এর ডেভেলাপার এর তথ্যগুলো জেনে নিন। সেখানে এই নৈপুন্য অ্যাপ কারা বানিয়েছে, কবে বানিয়েছে এবং মূল তথ্যগুলো দেওয়া থাকবে। নিচের তথ্যগুলো সাথে মিলিয়ে ডাউনলোড করবেন।
অ্যাপের সঠিক নাম | Noipunno |
প্রথম রিলিজ এর তারিখ | নভেম্বর ৫, ২০২৩ |
সর্বশেষ ভার্সন | 1.2.9 |
সর্বশেষ আপডেট | ১৬ জানুয়ারি ২০২৪ |
ডেভেলাপার এর নাম | নৈপুণ্য (Noipunno) |
অ্যাপ সাইজ | ২০ এমবি |
উপরোক্ত তথ্যগুলো যথাযথভাবে পর্যালোচনা করে আপনার স্যার রেজাল্টের প্রদর্শিত ফলাফলের সাথে মিলিয়ে নৈপুণ্য অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। অন্যথায় অনাকাঙ্খিত বিড়ম্বনার সম্মুখীন হতে পারে।
নৈপূণ্যসহ নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে নির্মিত সকল সফটওয়্যার এর আপডেট পেতে অথবা টিউটোরিয়াল দেখতে আমাদের অ্যাপস ক্যাটাগরি ফলো করুন।