বাংলাদেশের চালু হওয়া নতুন প্রয়োগিক শিক্ষাক্রম ২০২৪ এর শ্রেণী ও বিষয়ভিত্তিক মূল্যায়নের জন্য এনসিটিবির নির্মাণ করা নৈপুণ্য অ্যাপ ডাউনলোড করার ৩টি সহজ পদ্ধতি সম্পর্কে আজকে জানবো। বর্তমানে সরকার শিক্ষার্থীদের শিখন কালীন মূল্যায়ন, অর্ধ বার্ষিক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন শেষে শিক্ষার্থীদের প্রগ্রেস রিপোর্ট দিতে খুব সহজ একটি পদ্ধতি তৈরি করেছে যার নাম দিয়েছে নৈপুন্য;
নৈপূণ্য শব্দের মাঝেই লুকিয়ে আছে এর বিশেষত্ব। শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান, দক্ষতা মূল্যায়ন করে প্রগ্রেস রিপোর্ট যেটি দেয়া হবে তার নামটিকে নৈপূণ্য রাখা হয়েছে। এটি খুবই চমৎকার এবং যুগোপযোগী। শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকরা এই অ্যাপটি মোবাইলে অথবা তাদের কম্পিউটারে ইন্সটল করে ইউজার ট্রেডেনশিয়াল ব্যবহার করার মাধ্যমে ফলাফল এন্ট্রি করবেন এবং রিপোর্ট কার্ড প্রিন্ট করবেন।
নৈপুণ্য অ্যাপ
এখনো পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য বস্তুর বোর্ড বিষয় ভিত্তিক মূল্যায়নের জন্য তৈরিকৃত নৈপুণ্য তিনটি প্লাটফর্মের জন্য প্রস্তুত করেছে। এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম, আইওএস এবং উইন্ডোজ এপ্লিকেশনের মাধ্যমে এটি ব্যবহার করার সুযোগ আছে।
প্রতিষ্ঠানের এডমিন প্যানেল হিসেবে master noipunno gov bd এবং শিক্ষকদের প্যানেল হিসেবে evaluation noipunno gov bd দুটো আলাদা সার্ভার রাখা হয়েছে তবে খুব শীঘ্রই সকল কাজ শেষ হলে সবগুলোকে একই সার্ভারে একই প্যানেলে নিয়ে আসা হবে।
আলাদা আলাদা সার্ভার রাখার মূল কারণ হিসেবে অতিরিক্ত সার্ভার লোড ঠেকানো এবং ব্যবহারকারীদেরকে স্মার্ট ও স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স দেয়া বিবেচনা করা যায়। আজকের আলোচনায় আমরা জানব তিনটি সহজ পদ্ধতিতে নৈপুণ্য ডাউনলোড করা নিয়ম।
আরও দেখুনঃ ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ (সংশোধিত)
নৈপুণ্য অ্যাপ ডাউনলোড
আলাদা আলাদা সার্ভার রাখার মূল কারণ হিসেবে অতিরিক্ত সার্ভার লোড ঠেকানো এবং ব্যবহারকারীদেরকে স্মার্ট ও স্মুথ ইউজার এক্সপেরিয়েন্স দেয়া বিবেচনা করা যায়। আজকের আলোচনায় আমরা জানব তিনটি সহজ পদ্ধতিতে নৈপুণ্য ডাউনলোড করা নিয়ম।
যদিও সকল অপারেটিং সিস্টেমে (মোবাইল অথবা কম্পিউটার) ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করে নৈপুণ্য অ্যাপ্লিকেশন ব্যবহার করার সুবিধা আছে কিন্তু সহজ এক্সেস এবং দ্রুত ডাটা এন্ট্রির জন্যও মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য তৈরি কৃত ভার্সনটি ইন্সটল করে রাখা উচিত।
Noipunno Apps Download
এখানে আমরা যে তিনটি পদ্ধতি ব্যবহার করে Noipunno Apps Download করার প্রক্রিয়া দেখাবো সেগুলো সম্পূর্ণ অথেন্টিক এবং কার্যকরী। আমাদের ইউজার টিম এই পদ্ধতি গুলো ব্যবহার করে সুফল পাওয়ার পর আপনাদের জন্য উন্মুক্ত করেছে।
মনোযোগ সহকারে প্রত্যেকটি স্টেপ ফলো করলে খুব সহজে নিজেই আপনার ফোনে যেকোনো অপারেটিং সিস্টেম হোক না কেন ডাউনলোড করে নিতে পারবেন Noipunno App. তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক-
নৈপুণ্য অ্যাপ (Noipunno Apps)
নৈপুণ্য অ্যাপস আপনার ফোনে ইন্সটল করার সবচেয়ে কার্যকর এবং সঠিক পদ্ধতির মধ্যে প্রথমটি হল আমাদের এই ওয়েবসাইটের `নৈপুণ্য অ্যাপ (Noipunno Apps)’ পাতা ভিজিট করা। আমাদের টিম মেম্বাররা সবসময় সর্বশেষ ভার্সনটির তথ্য সংগ্রহ করে এখানে সংশ্লিষ্ট এড্রেসটি হালনাগাদ করে থাকে।
এখানে সরাসরি গুগল প্লে স্টোর থেকে অ্যাপলের অ্যাপ স্টোর থেকে এবং নৈপুূর্ণ অ্যাপের সার্ভার থেকে এন্ড্রয়েড noipunno apk ডাউনলোড করার অপশন পাওয়া যাবে। তাই আমি স্ট্রংলি রে কমেন্ট করব এই পেজটি ফলো করে সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করে নেয়ার জন্য।
এই সাইটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত নৈপুণ্য সম্পর্কিত সর্বশেষ আপডেট পাওয়া যাবে।
Google Play Store থেকে নৈপুণ্য অ্যাপ ডাউনলোড
গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের জন্য নৈপুণ্য কর্তৃপক্ষ সকল ধরনের এন্ড্রয়েড ভার্সন ব্যবহার করা যায় এমন একটি অ্যাপ্লিকেশন ডেভেলপ করে প্লে স্টোরে পাবলিশ করেছে। নিচের গ্যালারিতে দেয়া সিস্টেমগুলোর ব্যবহার করে নৈপুণ্য ডাউনলোড করে নিতে পারেন।
ধাপ-১: আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোর অ্যাপটি চালু করুন। সার্চ বক্সে লিখুন Noipunno Apps এবং তালিকা থেকে সঠিক অ্যাপটি বাছাই করুন।
ধাপ-২: সার্চ রেজাল্টে যে অ্যাপটি আসবে সেটিতে ক্লিক করে বিস্তারিত অপশন দেখুন। ডেভলপারের নাম থাকবে ‘Noipunno’ সর্বশেষ আপডেটের তারিখ এবং কোন ভার্সনের জন্য এটি এভেলেবল সেটি নিশ্চিত হয়ে ইন্সটল বাটনে ক্লিক করুন। সরাসরি noipunno app ঠিকানায় প্রবেশ করেও এটি পাওয়া যাবে।
পরিপূর্ণভাবে অ্যাপটি আপনার ফোনে ইন্সটল হওয়ার পর নৈপুণ্য অ্যাপ লগইন করার গাইডলাইন অনুসরণ করে প্রবেশ করার পর কাজ করতে পারবেন।
Apple অ্যাপস্ স্টোর থেকে Noipunno ডাউনলোড
শিক্ষকদের মধ্যে যারা iphone ব্যবহার করেন তাদের জন্যও apple app story একটি সফটওয়্যার রিলিজ করেছে nctb কর্তৃপক্ষ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অ্যাকসেস টু ইনফরমেশন অ্যাপল ডেভেলপার আইডি থেকে এই অ্যাপটি প্রকাশ করা হয়েছে।
আপনি যদি একজন অ্যাপল ব্যবহারকারী হন অর্থাৎ অ্যাপলের আইফোন অথবা আইপ্যাড ব্যবহার করেন তাহলে এপল স্টোর থেকে নৈপূণ্য app ডাউনলোড করার জন্য স্টোরে সার্চ বক্সে অ্যাপ এর নাম লিখে সার্চ করুন এবং পারমিশন দিয়ে ইন্সটল করে নিন।
যে অপারেটিং সিস্টেমের জন্যই ডাউনলোড করা হোক না কেন নৈপূণ্য app এর ইউজার ইন্টারফেস সবগুলোর জন্যই একই রকম। এই অ্যাপের ডাটা গুলো সরাসরি সার্ভার থেকে সিঙ্ক্রোনাইজ হয় তাই যেখানেই ব্যবহার করুন কোন সমস্যা নেই ইউজার আইডি পাসওয়ার্ড ঠিক থাকলে আপনি আপনার ডাটা যে কোন জায়গা থেকেই এক্সেস করতে পারবেন।
noipunno apk ডাউনলোড
যদি আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন এবং গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ইন্সটল করতে না পারেন। অথবা অ্যাপ স্টোরের অ্যাপটি আপনার ফোনে ঠিকভাবে কাজ না করে তাহলে সরাসরি সার্ভার থেকে noipunno apk ডাউনলোড সুযোগ রাখা হয়েছে।
১. মোবাইল অথবা কম্পিউটারের যেকোন একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে master noipunno gov bd ওয়েব সাইটে প্রবেশ করুন অথবা এই ওয়েবসাইটের নৈপুণ্য অ্যাপ (Noipunno Apps) পাতায় চলে যান।
২. ছবিতে এখনো আইকন এর মত ডাউনলোড Noipunno Apk অপশনে ক্লিক করুন। আপনার ফোনের অথবা কম্পিউটারে ডাউনলোড করলে ফাইলটি সেভ হয়ে যাবে।
৩. আপনার ফোনের স্টোরে যেয়ে নৈপুণ্য ইউজার প্যাকেজটি ডাউনলোড হয়ে থাকবে। ফাইল ম্যানেজারের প্রবেশ করে ফাইল টাইপের আইকন এপিকে তে ক্লিক করে ইনস্টলেশন ফাইলটি খুঁজে ওপেন করুন। ছবিতে দেখানো পদ্ধতি অনুসরণ করে নৈপূণ্য অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে নিতে পারবেন।
তবে সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইন্সটল করা এক্ষেত্রে একটি সমস্যা আছে নৈপুণ্য কর্তৃপক্ষ যখন কোন অ্যাপ নতুন করে আপডেট রিলিজ করে তখন গুগল প্লে স্টোরে সেটি অ্যাপ্রুবাল হতে ১৫ থেকে ২০ দিনের মতো সময় লেগে যায়। এ সময় ব্যবহারকারীরা নতুন ফিচার ব্যবহার করতে হলে এই পি কে ডাউনলোড করার মাধ্যমেই করা লাগবে।
মনে রাখতে হবে পূর্বে মোবাইলের মধ্যে নৈপূন্য অ্যাপ্লিকেশন ইন্সটল করা থাকলে নতুন করে এপিকে এর মাধ্যমে ফাইলটি ডাউনলোড করলেও ইন্সটল করতে পারবেন না। তাই আগের কোন ভার্সন ইন্সটল করা থাকলে সেটিকে আন ইন্সটল করে দিন।
সারসংক্ষেপ
সব সময় চেষ্টা করবেন NCTB দ্বারা নির্মিত নৈপুণ্য ওয়েবসাইট থেকে অথবা গুগল প্লে স্টোর অথবা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে অথেনটিক নৈপুণ্য সফটওয়্যার ডাউনলোড করা। অনেক ডেভলপার একই নামে একাধিক নৈপূন্য অ্যাপ্লিকেশন পাবলিশ করেছে সেটি ব্যবহার করলে আপনার বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য অন্যদের হাতে চলে যেতে পারে।
তাই সবসময় খুবই স্বাধীনতার সাথে কাজগুলো করতে হবে। যে কোন প্রয়োজনে কর্তৃপক্ষের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করার সুযোগ আছে অথবা আমাদের ফেসবুক পেইজে নক দিলে কিছু সময়ের মধ্যে সাপোর্ট টিম সমাধানের চেষ্টা করবে।
এই সংক্রান্ত আরও তথ্য জানতে ভিডিওটি দেখে নিন
2 Comments
Pingback: নৈপুণ্য অ্যাপ লগইন সঠিক পদ্ধতি | Actual Way to Noipunno App Login - Naipunno
মোবাইলে এপস লগ ইন হচ্ছে না কেন ?