প্রিয় শিক্ষক মন্ডলী সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের আপনাদের দেখাবো সঠিক পদ্ধতিতে নৈপুণ্য অ্যাপ লগইন করার নিয়ম। তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে নৈপুণ্য অ্যাপ লগইন সঠিক পদ্ধতি | Actual Way to Noipunno App Login অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গতপর্বে আমরা জেনেছি, নৈপুণ্য অ্যাপ ডাউনলোড করার ৩টি সহজ পদ্ধতি আপনি যদি এটি না দেখে থাকেন তাহলে এখনি পড়ে নিন। সেখানে একটি ভিডিও টিউটোরিয়াল আছে যা আপনার কাজকে সহজ করে দিবে।
নৈপুণ্য অ্যাপ লগইন
তিন উপায়ে নৈপুণ্য অ্যাপে লগইন করা যাবে। গুগল বা বিং সার্চে Noipunno App Login লিখে সার্চ করলে অনেকগুলো রেজাল্ট আসে। তথ্যগত নিরাপত্তার স্বার্থে সঠিক লিংকটি বাছাই করা জরুরি।
এখানে আমরা জানবো স্মার্টফোনে বা মোবাইলে অথবা কম্পিউটারে প্রতিষ্ঠানের এডমিন, বিষয় শিক্ষক এবং শ্রেণি শিক্ষক হিসেবে লগইন করার নিয়মগুলো জানবো।
প্রতিষ্ঠান প্রধান হিসেবে লগইন
নৈপুণ্য অ্যাপে প্রয়োজনীয় বিভিন্ন ব্যবস্থাপনা যেমন- ১. শিক্ষক সংযুক্তি, ২. বিষয় শিক্ষক নির্বাচন, ৩. শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি এবং প্রমোশনসহ করতে প্রতিষ্ঠানের এডমিন হিসেবে লগইন করা লাগবে।
এডমিন হিসেলে লগইন করার জন্য এখন পর্যন্ত কম্পিউটার ভার্সন অ্যাপ আছে যা ওয়েবের মাধ্যমে ব্যবহার করতে হবে। প্রতিষ্ঠান এর এডমিন হিসেবে লগইন করতে master.noipunno.gov.bd ঠিকানায় প্রবেশ করতে হবে।
এডমিন লগইন এর জন্য ইউজার নাম হিসেবে প্রতিষ্ঠানের EIIN নাম্বার এবং পাসওয়ার্ড মোবাইলে প্রাপ্ত পিন কোড দিয়ে বা আপনার সেট করা পিন কোড দিয়ে লগইন করুন।
আপনি পিন কোড হারিয়ে ফেললে পিন কোড ভুলে গেছেন অপশন থেকে নতুন পিনকোড রিসেট করে নিতে পারেন। নৈপুণ্য পিন কোড রিসেট করতে আমাদের একটি টিউটোরিয়াল আছে।
বিষয় শিক্ষক হিসেবে লগইন
প্রতিষ্ঠান প্রধানগণ যখন শিক্ষার্থীর তথ্য, শিক্ষকের তথ্য এবং অন্যন্য ব্যবস্থাপনাগুলো সম্পন্ন করবেন তখন রেজিষ্ট্রেশনকৃত শিক্ষক তাদের এসএমএস-এ প্রাপ্ত পিন কোড ও ইউজার ক্রেডেনশিয়াল ব্যবহার করে কম্পিউটার বা মোবাইল অ্যাপস ব্যবহার করে লগইন করতে পারবেন।
কম্পিউটার বা মোবাইল এর ইন্টারনেট ব্রাউজারে evaluation.noipunno.gov.bd সাইটে প্রবেশ করে লগইন করা যাবে অথবা গুগল প্লে-স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে লগইন করতে পারেন।
মোবাইল বা কম্পিউটার এর ইন্টারনেট ব্রাউজার থেকে Noipunno Login করার জন্য উপরের ছবিটি ফলো করুন। আর মোবাইল অ্যাপস থেকে লগইন করার জন্য অ্যাপ স্টোর থেকে নৈপুন্য সফটওয়্যারটি ইনস্টল করে চালু করুন।
শ্রেণি শিক্ষক হিসেবে নৈপুণ্য লগইন
নৈপুণ্য অ্যাপসে বিষয় শিক্ষকদের এন্ট্রি দেওয়া ফলাফল সমন্বয় করণ এবং প্রগ্রেস রিপোর্ট প্রিন্ট, ফলাফল বিবরণী প্রস্তুত এবং শিক্ষার্থীদের উপস্থিতির তথ্য সংরক্ষরে জন্য শ্রেণি শিক্ষক হিসেবে লগইন করা লাগবে।
উপরের দেখানো পদ্ধতি সমূহ অনুসরণ করে শ্রেণি শিক্ষকগণ নৈপুণ্য অ্যাপস লগইন করবেন। তবে শ্রেণি শিক্ষকের জন্য এখনো নৈপুণ্য মোবাইল অ্যাপসে মডিউল চালু করা হয়নি। খুব শিগ্রই সংযোজন করা হবে।
প্রয়োজনীয় তথ্যের জন্য নৈপুণ্য টীম এর সাথে যোগাযোগ করতে পারেন।
2 Comments
Pingback: নৈপুণ্য রেজিস্ট্রেশন কৌশল জেনে নিন - Naipunno
Pingback: ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ও নির্দেশিকা পিডিএফ ডাউনলোড - 3 Easy Way to Download Original PDF - Naipunno