বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন বিষয়ে একটি জরুরি এবং গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়-
প্রথম লটে অর্থ প্রেরণ
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিও এর অর্থ ০১ জানুয়ারি ২০২৫ হতে EFT-তে প্রেরণ শুরু হয়েছে।
যে সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর এমপিও এর তথ্য, NID এর তথ্য এবং ব্যাংকের তথ্য সঠিক আছে এমন ১,৮৯,৯০৭ জন শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর-২০২৪ মাসের এমপিও এর অর্থ ইতোমধ্যে ১ম লটে EFT-তে প্রেরণ করা হয়েছে।
আরও দেখুনঃ ক্রিকেট ট্যালেন্ট হান্ট ২০২৫ (২য় পর্ব) বাস্তবায়ন গাইড
দ্বিতীয় ও তৃতীয় লটে অর্থ প্রেরণ
এছাড়াও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর মধ্যে অনেকের এমপিও শীটের নামের সাথে NID এর নামের ডট (.), হাইফেন (-), কমা (,) বা আক্ষরিক অমিল আছে অথবা ব্যাংক হিসাবের নাম আংশিক ভুল আছে, কিন্তু জন্মতারিখ অভিন্ন এমন ১,৫২,২২০ জন শিক্ষক- কর্মচারীর ডিসেম্বর-২০২৪ মাসের এমপিও এর অর্থ ইতোমধ্যে ২য় ও ৩য় লটে EFT-তে প্রেরণ করা হয়েছে।
চতুর্থ লটে এমপিও অর্থ প্রেরণ
এমপিও শীটের নাম এবং NID এর নাম অভিন্ন কিন্তু জন্মতারিখ একই বছরে তবে অভিন্ন নয় এমন ৮,২৩৮ জন শিক্ষক-কর্মচারীর ডিসেম্বর-২০২৪ মাসের এমপিও এর অর্থ প্রেরণ কার্যক্রম প্রক্রিয়াধীন এবং ৮,৮৮৭ জন শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই এর জন্য আইবাস++ এ প্রেরণ করা হয়েছে।
আরও দেখুনঃ মাধ্যমিক শিক্ষার্থীদের Hour of Code ক্যাম্পেইন পরিচালনার সময়সূচী ও গাইডলাইন ২০২৫
যাদের বেতন দেওয়া সম্ভব হচ্ছেনা
যে সকল শিক্ষক-কর্মচারীর এমপিওশীটের জন্ম তারিখের সাথে NID এর জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিও এর অর্থ EFT-তে প্রেরণ করা সম্ভব হচ্ছে না।
২য়, ৩য়, ৪র্থ এবং ৫ম লটে যে সকল শিক্ষক কর্মচারীর ডিসেম্বর-২০২৪ মাসের এমপিও এর অর্থ EFT-তে প্রেরণ করা হয়েছে এবং
তথ্যের ভুলের কারণে যাদের এমপিও এর অর্থ প্রেরণ করা সম্ভব হয়নি তাদেরকে নিম্নে উল্লিখিত সময়সূচী অনুযায়ী অত্র অধিদপ্তরের স্মারক নং 37.02.0000.102.37.005.2020/9239/15 হিসাব, তারিখ: ২৭/১০/২০২২খ্রি: এমপিও সিটে শিক্ষক-কর্মচারীর তথ্য সংশোধন ও বকেয়া বেতন ভাতা আবেদনে অনুসরণীয় পদ্ধতি সংক্রান্ত পত্রের নির্দেশনা অনুযায়ী অনলাইন এমপিও সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তথ্য সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এমপিওতে তথ্য সংশোধন
অন্যথায় ভুল তথ্যের কারণে এপ্রিল ২০২৫ মাস থেকে তাদের এমপিও এর অর্থ প্রেরণ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে এমপিও শীটের তথ্য অনলাইনে সংশোধন করা হলে তা সয়ক্রিয়ভাবে এমপিও ডাটাবেজে সংশোধিত হবে। এমপিও ইএফটি তথ্য সংশোধন পদ্ধতি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আমরা ইতমধ্যেই তথ্য শেয়ার করেছি।
তবে NID এবং ব্যাংকের তথ্য সংশোধনের পর পরবর্তী কর্যক্রমের জন্য MPO EFT মডিউলে লগ-ইন করে অনলাইনে আঞ্চলিক পরিচালক (কলেজের ক্ষেত্রে) বা উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার (স্কুলের ক্ষেত্রে) মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রেরন করতে হবে।
প্রতিষ্ঠান প্রধান কর্তৃক দাখিলকৃত EFT-তে অর্থ প্রেরণ করার জন্য প্রয়োজনীয় এমপিও এর তথ্য সংশোধনের অনলাইন আবেদন প্রচলিত এমপিও আবেদনের সিডিউলের বাইরে নিম্নে বর্ণিত সিডিউল মোতাবেক সংশোধন কার্যক্রম সম্পন্ন করার জন্য অঞ্চলের পরিচালক (কলেজ), উপপরিচালক (মাধ্যমিক), জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
আরও পড়ুনঃ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির প্রশ্নের ধরণ, মূল্যায়ন নির্দেশনা ও নম্বর বিভাজন ২০২৫
স্কুলের ক্ষেত্রে:
প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ | ০৬/০৩/২০২৫ |
উপজেলা হতে অগ্রায়নের সর্বশেষ তারিখ | ১১/০৩/২০২৫ |
জেলা হতে অগ্রায়নের সর্বশেষ তারিখ | ১৭/০৩/২০২৫ |
আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রায়নের সর্বশেষ তারিখ | ৩০/০৩/২০২৫ |
মাউশি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ: | ০৭/০৪/২০২৫ |
কলেজ এর ক্ষেত্রে:
প্রতিষ্ঠান প্রধান কর্তৃক আবেদনের সর্বশেষ তারিখ | ০৬/০৩/২০২৫ |
আঞ্চলিক উপপরিচালক হতে অগ্রায়নের সর্বশেষ তারিখ | ৩০/০৩/২০২৫ |
মাউশি অধিদপ্তরের সংশ্লিষ্ট শাখা কর্তৃক অনুমোদনের সর্বশেষ তারিখ | ০৭/০৪/২০২৫ |
নিচের ছবিতে বেসরকারি শিক্ষকদের এমপিও ইএফটি সম্পর্কে জরুরি নোটিশটি দেওয়া হলো

আপনি চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর প্রকাশিত বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিও ইএফটি আপডেট সংক্রান্ত চিঠি ডাউনলোড করে নিতে পারেন।
এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা জানার থাকলে আমাকে ফেসবুক প্রোফাইলে অনুসরণ করে মেসেজ করুন। যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ইএফটিতে বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার মাঝে শেয়ার করে অন্যকে সহযোগিতা করুন।
Comments ২