দেশের ২৩টি বিএড কলেজ থেকে পাশকৃত শিক্ষকদের সনদ নিয়ে জরুরি একটি নির্দেশনা প্রদান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আইন শাখা। সহকারি সচিব আবদুল জলিল মজুমদার স্বাক্ষরিত এই নির্দেশনায় ২৩ টি বিএড কলেজ থেকে উত্তীর্ণ শিক্ষকদের বিএড স্কেল প্রদান এর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।
২১ জানুয়ারি ২০২৫ খ্রি: তারিখের প্রকাশিত মহামান্য হাইকোর্টের রিপিটেশন নম্বর ৫০৩৮/২০০৯ থেকে উদ্ভূত আপিল মামলা ৯৯/২০১৪ এর আদেশ এবং কন্টেন্ট পিটিশন ১৫৩/২০১৪ বহাল রাখার প্রেক্ষিতে মন্ত্রণালয়ের চারিকৃত নির্দেশনার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ বিষয়ে বলা হয়-
উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ পত্রের পরিপ্রেক্ষিতে সারাদেশে বেসরকারি বি.এড পরিচালনা সংক্রান্ত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় হতে গত ১৫/০৫/২০০৮ তারিখে একটি পরিপত্র জারি করা হয়। উক্ত পরিপত্রের কার্যকারিতার উপর মহামান্য হাইকোর্টের রীট পিটিশন নং-৫০৩৮/২০০৯ দায়ের করা হয়। মহামান্য হাইকোর্ট বিভাগ উক্ত পরিপত্র বাতিল করে রায় প্রদান করেন মর্মে জানিয়েছেন।
আরও পড়ুন: এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস ও মানবন্টন – All Subject in PDF
উক্ত রায়ের বিরুদ্ধে আপীল নং-৯৯/২০১৪ এবং পরবর্তীতে কনটেম্পট পিটিশন নং-১৫৩/২০১৪ দায়ের হয়। মামলার রায় ও আদেশের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (যুগ্মসচিব) ডা: মো. ফারুক হোসেন স্বাক্ষরিত গত ২৮/০১/২০১৬ ইং তারিখের রীট পিটিশনারদের পক্ষের ২৩টি কলেজের বি.এড সনদ সংক্রান্ত বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।
সে মোতাবেক এই ২৩টি কলেজ হতে পাসকৃত শিক্ষার্থীদের বি.এড সনদের বিপরীতে বি.এড স্কেল প্রদান করা হচ্ছে। মহামান্য সুপ্রীম কোর্টের আপীল মামলা নং-৯৯/২০১৪ রায়ের আদেশ এবং কনটেম্পট পিটিশন নং-১৫৩/২০১৪ বহালের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে সুপ্রীম কোর্টের আপীল মামলা নং-৯৯/২০১৪ রায়ের পূর্বে পিটিশনারদের ২৩টি কলেজ হতে বি.এড ডিগ্রী অর্জনকারী শিক্ষার্থীদের বি.এড স্কেল প্রদান করে আসছে।
এক্ষণে মহামান্য সুপ্রীম কোর্টের আপীল মামলা নং-৯৯/২০১৪ নিষ্পত্তির আদেশের প্রেক্ষিতে এবং কনটেম্পট পিটিশন নং-১৫৩/২০১৪ বহালের পরিপ্রেক্ষিতে সুনির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে ২৩টি কলেজের নামের তালিকা প্রকাশপূর্বক পূর্বের ন্যায় পত্র জারি করা প্রয়োজন।
অন্যথায় ১৫.০৫.২০১৮ তারিখের শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পত্রের প্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের আপীল মামলা নং-৯৯/২০১৪ আদেশ উপেক্ষা করে বেসরকারি ২৩টি বি.এড কলেজ ছাড়াও বেসরকারি অন্যান্য কলেজের Certificate-এর বৈধতা নিয়ে বিল প্রদান করে সরকারি কোষাগারের অর্থ তছরুপ করা হচ্ছে। ফলে প্রতিষ্ঠান পরিচলনা করতে গিয়ে জটিল পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।
২৩ বিএড কলেজ এর সনদ প্রকাশিত পত্র

বিএড কলেজ সমূহের তালিকা
ক্রম | কলেজ এর নাম | ঠিকানা |
০১ | হাজী ওয়াজেদ আলী টিচার্স ট্রেনিং কলেজ | সুলতানপুর, সাতক্ষীরা |
০২ | পিরোজপুর টিচার্স ট্রেনিং কলেজ | পিরোজপুর |
০৩ | বগুড়া বি.এড কলেজ | বগুড়া |
০৪ | জয়পুরহাট বি.এড কলেজ | জয়পুরহাট |
০৫ | পরশপাথর শিক্ষক প্রশিক্ষণ কলেজ | বন্দর, চট্টগ্রাম |
০৬ | দক্ষিণবঙ্গ টিচার্স ট্রেনিং কলেজ | বন্দর, পটুয়াখালী |
০৭ | কলেজ অব এডুকেশন বি.এড | নর্থ আমাতনগঞ্জ, বরিশাল । |
০৮ | কুমিল্লা এডুকেশন রিসার্ট সেন্টার | দক্ষিণ ঠাকুরপাড়া, লাকসাম রোড, কুমিল্লা |
০৯ | সিটি টিচার্স ট্রেনিং কলেজ | চট্টগ্রাম |
১০ | ন্যাশনাল টিচার্স ট্রেনিং কলেজ | চট্টগ্রাম |
১১ | হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন | হাজীগঞ্জ, চাঁদপুর |
১২ | কলেজ অব এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং | বিজয়নগর |
১৩ | আমিরুল ইসলাম কাগজী টিচার্স ট্রেনিং কলেজ | পাইকগাছা, খুলনা |
১৪ | মহানগর টিচার্স ট্রেনিং কলেজ | ১৮৬/এ, নিউ পল্টন লাইন, আজিমপুর, ঢাকা |
১৫ | মুন্সী মেহেরউল্লাহ টিচার্স ট্রেনিং কলেজ | ২৫৩, বিমানবন্দর সড়ক, যশোর |
১৬ | মাগুরা টিচার্স ট্রেনিং কলেজ | মাগুরা সদর, এডি একাডেমি, মাগুরা |
১৭ | যশোর টিচার্স ট্রেনিং কলেজ | পালবাড়ি, মুর্তির মোড়, যশোর |
১৮ | উপশহর টিচার্স ট্রেনিং কলেজ | গালবাড়ী, যশোর |
১৯ | সরোয়ার খান টিচার্স ট্রেনিং কলেজ | খুলনা |
২০ | মঠবাড়িয়া টিচার্স ট্রেনিং কলেজ | পিরোজপুর |
২১ | কক্সবাজার টিচার্স ট্রেনিং কলেজ | চৌধুরীপাড়া লিংক, কক্সবাজার |
২২ | নেকান্দার টিচার্স ট্রেনিং কলেজ | মতলব, চাঁদপুর |
২৩ | উঃ মিয়া আব্বাস উদ্দীন টিচার্স ট্রেনিং কলেজ | বাগেরহাট |
আরও দেখুনঃ ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ও নির্দেশিকা পিডিএফ ডাউনলোড
এমতাবস্থায়, মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং-৫০৩৮/২০০৯ হতে উদ্ভূত আপীল নং-৯৯/২০১৪ এবং উদ্ভুত কনটেম্পট পিটিশন নং-১৫৩/২০১৪ এর রায়ের নির্দেশনার প্রেক্ষিতে সরকার কর্তৃক অনুমোদিত বেসরকারি ২৩টি বি.এড কলেজের অর্জিত সনদধারী শিক্ষকগণের বি.এড স্কেল প্রদানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের গত ২৮.০১.২০১৬ তারিখে শিম/আইন সেল(রীট)-৬/সাতক্ষীরা/ ২০০৯/৪৬ নং স্মারকে জারীকৃত পত্রটি বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Comments ১