নৈপুণ্য অ্যাপ্লিকেশন ব্যবহার সংক্রান্ত সচরাচর জিজ্ঞাসা পাতায় আপনাকে স্বাগত! নতুন জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়নের লক্ষ্যে তৈরি হয়েছে Noipunno অ্যাপ। এটি ব্যবহারকালীন ইউজারদের নানাবিধ উত্থাপিত প্রশ্নের সম্ভব্য সমাধান সম্বলিত এই পাতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান পাওয়া যাবে।
মূল নৈপুণ্য ওয়েবে ব্যবহারকারীদের সমুখ্যিন হওয়া বিভিন্ন সমস্যার সমাধান দিয়ে একটি গুগল ডকস্ শেয়ার করা হয়েছে। যা ইউজারগণ সহজে বোঝা একটু জটিল। তাই আমরা এখানে ব্যবহারকারীদের সুবিদার্থে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি।
Table of Contents
সচরাচর জিজ্ঞাসা
এবার চলুন নৈপুণ্য সফটওয়্যারটি ব্যবহার করতে গিয়ে আপনি যেসকল সাধারণ সমস্যার মুখোমুখি হতে পারেন সেসব প্রশ্নের সম্ভব্য সমাধান দেওয়ার চেষ্টা করি।
‘নৈপুণ্য’ ওয়েব সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসা (FAQ) প্রশ্নের উত্তর
আপডেট: ৮ তারিখের পর থেকেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ‘নৈপুণ্য’ অ্যাপে ওয়েভ ভার্সনের কাজ করতে পারবেন। যারা SMS পাচ্ছেন না তাদের তথ্য যাচাই শেষে এসএমএস পাবেন। সিস্টেমে কাজ করতে গিয়ে সমস্যা পেলে অনুগ্রহ করে অপেক্ষা করুন।
১। প্রধান শিক্ষকের পিডিএস আইডি না থাকলে নৈপুণ্য ওয়েবে কীভাবে যুক্ত হবেন ?
উত্তর: master.noipunno.gov.bd ক্লিক করলে লগইন লেখার উপরে প্রতিষ্ঠান প্রধান হিসেবে লগইন এসএমএস না পেয়ে থাকলে এখানে ক্লিক করুন লেখায় ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করুন। সময়মত আপনার মোবাইলে এসএসএস পেয়ে যাবেন।
২। প্রতিষ্ঠানের ইন (EIIN) নম্বর না থাকলে ‘নৈপুণ্য’ ওয়েবে যুক্ত হওয়া যাবে কি?
উত্তর: EIIN বিহীন প্রতিষ্ঠানগুলো ‘নৈপুণ্য’ অ্যাপে যুক্ত হতে অপেক্ষা করতে হবে। কর্তৃপক্ষের নির্দেশনার পাওয়ার পরে যুক্ত হতে পারেন। (সচরাচর জিজ্ঞাসা)
৩। কিছু প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ-অষ্টম শ্রেণিতে পাঠদান করা হচ্ছে। সেসব স্কুলের প্রধান শিক্ষকের PDS নম্বর নেই। তারা SMS পাননি। এসব স্কুলগুলো কীভাবে লগইন করবেন?
উত্তর: (সচরাচর জিজ্ঞাসা) প্রাথমিক বিদ্যালয়গুলো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীন। এ ব্যাপার পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে।
৪। নতুন জাতীয়করণকৃত মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আছেন, তাদের পিডিএস আইডি দিয়ে লগইন করতে পারছেন না। এ অবস্থায় করনীয় কী?
উওর: master.noipunno.gov.bd ক্লিক করলে লগইন পেজে গুগল লিংক দেখতে পাবেন। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করুন। সময়মত আপনার মোবাইলে এসএসএস পেয়ে যাবেন।
৫। যে সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নেই, ভারপ্রাপ্ত প্রধান আছে তারা কী করবেন?
উত্তর: master.noipunno.gov.bd ক্লিক করলে লগইন লেখার উপরে প্রতিষ্ঠান প্রধান হিসেবে লগইন এসএমএস না পেয়ে থাকলে এখানে ক্লিক করুন লেখায় ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করুন। সময়মত আপনার মোবাইলে এসএসএস পেয়ে যাবেন।
৬। শিক্ষকদের পদবী নিয়ে খুব সমস্যা হচ্ছে। এখানে সিনিয়র শিক্ষক এর কোন পদবী নাই। এটি যুক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
উত্তর: যুক্ত করা হয়েছে। (সচরাচর জিজ্ঞাসা)
৭। আমার মাদ্রাসার EIIN নাই, সেক্ষেত্রে নৈপুণ্য ওয়েবসাইটে কীভাবে যুক্ত হবো?
উত্তর: EIIN বিহীন প্রতিষ্ঠানগুলো ‘নৈপুণ্য’ অ্যাপে যুক্ত হতে অপেক্ষা করতে হবে। কর্তৃপক্ষের নির্দেশনার পাওয়ার পরে যুক্ত হতে পারেন।
৮। বিষয় শিক্ষক যুক্ত করা হয়েছে এবং লগইন করে পরবর্তীতে যখন লগইন করা তখন ৪০৩ এরোর আসে। করণীয় কী?
উত্তর: (সচরাচর জিজ্ঞাসা) অনেক সময় ইন্টারনেটের গতি ভাল না হলে ডাটা লোড হতে দেরি হয়ে। তখন ৪০৩ সমস্যা দেখাতে পারে।
৯। গুগল ফর্ম ফিলাপ করে অপেক্ষা করতে হচ্ছে। কখন ‘পিন’ ও ‘উইজার আইডি’ পাওয়া যাবে। জেলা এবং উপজেলা অফিস জানতে চাচ্ছে।
উত্তর: অপেক্ষা করুন, ধারাবাহিকভাবে আবেদনকারী সকল প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে ‘পিন’ ও ‘উইজার আইডি’ পৌছে যাবে।
১০। গুগল ফরম পূরণ করা হয়েছে, কিন্তু SMS আসেনি। কী করব?
উত্তর: (সচরাচর জিজ্ঞাসা) অপেক্ষা করুন, ধারাবাহিকভাবে আবেদনকারী সকল প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে ‘পিন’ ও ‘উইজার আইডি’ পৌছে যাবে।
১১। আমার প্রতিষ্ঠান প্রধান এর PDS আইডি ও ডিফল্ট পাসওয়ার্ড দিয়েও লগইন হয়নি। কি করা যায়?
উত্তর: অপেক্ষা করুন, ধারাবাহিকভাবে আবেদনকারী সকল প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে ‘পিন’ ও ‘উইজার আইডি’ পৌছে যাবে।
১২। প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা এডিট করা যাচ্ছে না করনীয় কী?
উওর: লগইন হয়ে থাকলে বিভিন্ন ব্যবস্থাপনার কাজগুলো সম্পাদন করুন। সময় হলে সংশ্লিষ্ট বিষয়গুলো এডিট করতে পারবেন।
১৩। ‘স্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠানসমুহ ‘নৈপূণ্য’ অ্যাপের ‘ইউজার আইডি’ পাইনি তাহলে করনীয় কী?
উত্তর: (সচরাচর জিজ্ঞাসা) master.noipunno.gov.bd ক্লিক করলে লগইন লেখার উপরে প্রতিষ্ঠান প্রধান হিসেবে লগইন এসএমএস না পেয়ে থাকলে এখানে ক্লিক করুন লেখায় ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করুন। সময়মত আপনার মোবাইলে এসএসএস পেয়ে যাবেন।
১৪। কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানসমুহ নৈপূন্য অ্যাপের ইউজার আইডি কখন পাব ?
উত্তর: (সচরাচর জিজ্ঞাসা) এজন্য অপেক্ষা করতে হবে। কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।
১৫। আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে কোন আইডি ও পিন নাম্বার আসে নি। করণীয় কী?
উত্তর: আগামী সপ্তাহে আপনাদের ফোনে ইউজার আইডি ও পিন নাম্বার পাবেন। অনুগ্রহ করে ধৈর্য্য ধরুন।
১৬। টেকনিক্যাল স্কুলের প্রতিষ্ঠান প্রধানের মোবাইলে কোন আইডি ও পিন নাম্বার আসে নি। করণীয় কী?
উত্তর: টেকনিক্যাল স্কুলের জন্য নৈপুণ্য অ্যাপের আপাতত প্রয়োজন নাই।
১৭। আমাদের প্রতিষ্ঠান ইআইআইএন বিহীন। আমরা কীভাবে অ্যাপে যুক্ত হবো?
উত্তর: আপনাদের জন্য কাজ চলমান। আগামী ২/১ দিনের মধ্যে আপনারা অ্যাপে লগইন করতে পারবেন। (সচরাচর জিজ্ঞাসা) উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে অ্যাপ্রুভ হবেন।
১৮। আমাদের বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। আমরা কোন এসএমএস পাই নি। আমাদের করণীয় কী?
উত্তরঃ আপনাদের জন্য কাজ চলমান। ২/১ দিনের মধ্যেই এসএমএস পাবেন।
১৯। ৮ নভেম্বর ডাটা ইনপুটের শেষ তারিখ আমরা এত কম সময়ে কীভাবে শিক্ষার্থী তথ্য আপলোড করব?
উত্তর: তারিখ বাড়ানো হবে। কাজ করতে থাকুন। (সচরাচর জিজ্ঞাসা)
২০। প্রতিষ্ঠান প্রধান অবসরে গেছেন। ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের পিডিএস আইডিতে ইউজার নট ফাউন্ড লেখা দেখাচ্ছে।
উত্তর: প্রতিষ্ঠানের ইআইআইএন নাম্বার, ভারপ্রাপ্ত প্রতিষ্ঠান প্রধানের পিডিএস নাম্বার, মোবাইল নাম্বারসহ সমস্যাগুলো অ্যাপে দেয়া গুগল ফর্মে লিখে দিন।
২১। আমি গতকাল গুগল ফর্ম পূরণ করেছি। কোন মেসেজ পাই নি।
উত্তর: ধারাবাহিকভাবে আমরা মেসেজ পাঠাচ্ছি। অনুগ্রহ পূর্বক অপেক্ষা করুন।
২২। প্রতিষ্ঠানে সাধারণত আমরা সম্মানিত টিচাররা যারা কাজ করি, তার বেশিরভাগ শিক্ষকই প্রশিক্ষণে। “নৈপূণ্য” এপসের সকল কাজ করার সময় সীমা বাড়ানোর যাবে কী?
উত্তর: জ্বী, ৮ তারিখে পরও নৈপূণ্যে শিক্ষক, শিক্ষার্থীর তথ্য দেয়া যাবে।
২৩। আমি শ্রেণি শিক্ষক বা বিষয় ভিত্তিক সহকারী শিক্ষক হিসেবে লগ ইন করতে পারতেছি না। এক্ষেত্রে করণীয় কী?
উত্তরঃ (সচরাচর জিজ্ঞাসা) প্রথমত আপনার প্রতিষ্ঠান পর্যায়ের রেজিষ্ট্রেশনের কার্যক্রমসমূহ সম্পন্ন করুন পরবর্তিতে সহকারী শিক্ষক পর্যায়ে সমস্যার সমাধান হবে। দয়া করে অপেক্ষা করুন ।
২৪। প্রধান শিক্ষক অন্য প্রতিষ্ঠান থেকে নতুন যোগদান করেছেন কিন্তু এখনো এমপিও হয়নি, করনীয় কী?
উত্তর: master.noipunno.gov.bd ক্লিক করলে লগইন লেখার উপরে প্রতিষ্ঠান প্রধান হিসেবে লগইন এসএমএস না পেয়ে থাকলে এখানে ক্লিক করুন লেখায় ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি সাবমিট করুন। সময়মত আপনার মোবাইলে এসএসএস পেয়ে যাবেন।
২৫। গুগল ফর্ম এর রিপ্লাই পেতে লেট হওয়ার কারণ কী?
উত্তর: আমরা যেমনটা ভাবছি, বিষয়টা সেইরকম না যে ফর্ম সাবমিট করার সাথে সাথেই সবাই রিপ্লাই পেয়ে যাবেন। আসলে, ফর্মটা সাবমিট হওয়ার পর ব্যাক এন্ডে যে টিম কাজ করে যাচ্ছেন, তারা ঐ স্কুলের সকল ডেটা চেক করে দেখছেন, সবকিছু যাচাই-বাছাই পূর্বক রিপ্লাই দিচ্ছেন,তাই একটু লেট হচ্ছে।
(সচরাচর জিজ্ঞাসা) মনে করুন, এক প্রতিষ্ঠান থেকে একাধিক শিক্ষক গুগল ফর্ম সাবমিট করে দিলো! যদি এমন হতো ফর্ম সাবমিটের পর সাথে সাথেই একটা আইডি ও পিন রিপ্লাইতে চলে যাবে তাহলে, একাধিক পিন ও আইডি চলে যেতে পারে ঐ প্রতিষ্ঠানে। বিষয়টা খুবই গুরুত্বপপূর্ণ।
২৬। মোবাইলে নৈপুণ্য অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে না, কী করতে পারি?
উত্তর: নৈপুণ্যের মোবাইল অ্যাপ এখন পর্যন্ত রিলিজ হয়নি। শুধুমাত্র ওয়েবসাইটে লগইন করে শিক্ষক ও শিক্ষার্থীর তথ্য দিতে হবে।
২৭। ‘Sarver Not Found’ লিখা আসছে কেন?
উত্তর: আপনার কম্পিউটারে ইন্টারনেটের স্পিড কম থাকলে এমন ম্যাসেজ আসতে পারে।
২৮। পিন ভুলে গেলে ওটিপি দিলে ‘PIN Expired’ দেখাচ্ছে কেন?
উত্তর: ওটিপির মেয়াদ পাঁচ মিনিট অতিক্রান্ত হলে ‘PIN Expired’ দেখাবে। তাই ওটিপি পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে পিন রিসেট করুন।
২৯। এমএমএস না পেলে কোনো অফিসে গেলে কি সরাসরি সহায়তা পাওয়া যাবে?
উত্তর: না। কোন অফিস থেকে সরাসরি সহায়তা দেয়া হয় না। বিচলিত না হয়ে ধৈর্য্য সহকারে অপেক্ষা করুন। প্রতিষ্ঠান লগইনের সময় বাড়ানো হবে। গুগল ফর্মে আবেদিত সকলের নিকট একে একে এসএমএস যাবে।
আশা করছি উপরোক্ত সচরাচর জিজ্ঞাসা (FAQ) সমূহ থেকে আপনার কাঙ্খিত সমস্যাটির সমাধান পেয়েছেন। এরপরও কোনো সমস্যায় পড়লে বা এখানে উত্তর না পেলে সরাসরি সাপোর্টে যোগাযোগ করুন।