নতুন কারিকুলামে শিখন শেখানোর কার্যক্রম পর্যবেক্ষণ এবং মূল্যায়নের জন্য নৈপুণ্য রেজিস্ট্রেশন করে অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহারের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা যাবে। সঠিক নিয়মে নৈপুণ্য রেজিস্ট্রেশন কৌশল জেনে নিজেকে এই সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য এই আর্টিকেল অনুসরণ করতে পারেন।
মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য চালু হওয়া Noipunno App ব্যবহারের জন্য অর্থ্যাৎ নৈপুণ্য অ্যাপ লগইন এর জন্য পূর্বেই ব্যবহারকারী নিবন্ধন সেরে নিতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নৈপুণ্য রেজিস্ট্রেশন
যে সকল শিক্ষা প্রতিষ্ঠান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধিভুক্ত এবং বেনবেইজ এর নিবন্ধনভুক্ত তাদেরকে স্বয়ংক্রিয়ভাবে বা শুরু থেকেই রেজিস্ট্রেশন করে দেয়া হয়েছে। এরপরও কিছু প্রতিষ্ঠান যারা নতুনভাবে নিবন্ধিত হয়েছে তাদের রেজিস্ট্রেশনের জন্য কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
এছাড়াও শিক্ষা বোর্ডের স্বীকৃতি বা পাঠদানের অনুমতি প্রাপ্ত কিন্তু এমপি ভুক্ত বা ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার প্রাপ্ত নয় এ ধরনের প্রতিষ্ঠানসমূহ নির্ধারিত নৈপুণ্য অ্যাপ ডাউনলোড বা কম্পিউটার ব্রাউজারে নিয়মে আবেদনের মাধ্যমে এর রেজিস্ট্রেশন করতে পারবে। অন্যথায় তারা কোনোভাবেই নতুন শিক্ষা গ্রহণের শিক্ষার্থীদের মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করতে পারবে না।
প্রথমদিকে নৈপুণ্য সিস্টেমের রেজিস্ট্রেশন করার জন্য কর্তৃপক্ষ একটি গুগল ডক্স লিংক ব্যবহার করে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান নিবন্ধিত নয় তাদের তথ্য সংগ্রহ করেছিল কিন্তু এখন সেটি বন্ধ আছে।
নতুন কোন শিক্ষা প্রতিষ্ঠানকে নৈপুণ্য রেজিস্ট্রেশন পেতে হলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দ্বারা নির্মিত নৈপুণ্য প্ল্যাটফর্মের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করতে হবে। সরাসরি অফিসে গিয়ে অথবা মোবাইল ফোনে কল করে অথবা ইমেইল করে তথ্য প্রেরণের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠান কে নৈপূণ্য রেজিস্ট্রেশন করার জন্য নিচে পদ্ধতি গুলো অনুসরণ করতে পারেন-
১. ওয়েবসাইটের মাধ্যমে:
আপনার কম্পিউটারের ইন্টারনেট ব্রাউজারে master.noipunno.gov.bd ঠিকানাটি লিখুন এবং প্রবেশ করুন। হোমপেজের সবচেয়ে নিচে তিনটি আইকন দেখতে পাবেন সেখান থেকে আপনার সমস্যা লিখুন নামক বাটনটি নির্বাচন করবেন।
আপনাকে নৈপুণ্য প্ল্যাটফর্মে সাপোর্ট সিস্টেম নিয়ে যাবে সেখান থেকে আপনি টিকেট জমা দেওয়ার মাধ্যমে আপনার নৈপুর্ণ সম্পর্কিত যে কোন সমস্যা জানাতে পারবেন অথবা পূর্বে জানানো কোন সমস্যার আপডেট জানতে পারবে।
২. ফোন কলের মাধ্যমে:
ওয়েবসাইটের সাপোর্ট সিস্টেমে কাজ না হলে আপনি সরাসরি নৈপূণ্য কর্তৃপক্ষের সাপোর্ট নাম্বার সমূহে ফোন কল করে যোগাযোগের মাধ্যমে প্রতিষ্ঠানকে নৈপুণ্য সিস্টেমে অন্তর্ভুক্ত করে নেওয়ার কাজটি করে নিতে পারেন। এখানে ক্লিক করে নৈপুণ্য যোগাযোগ নাম্বার সমূহ পাবেন।
৩. সরাসরি অফিসে যোগাযোগের মাধ্যমে
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে, জেলা শিক্ষা কর্মকর্তা, এনসিটিবি কর্মকর্তা গনের সাথে যোগাযোগ করার মাধ্যমে সরাসরি প্রতিষ্ঠান সংযুক্ত করা যাবে। উনাদের সাথে যোগাযোগ করলে বা উনাদের অফিসে সরাসরি সাক্ষাৎ করলে উনারা এই কাজটি করার জন্য আপনাকে প্রয়োজনীয় সাপোর্ট প্রদান করবেন।
নৈপূণ্য অ্যাপে শিক্ষক রেজিস্ট্রেশন
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক নির্মিত নৈপুণ্য বা বিষয়ভিত্তিক মূল্যায়ন অ্যাপ ব্যবহার করার জন্য যারা সবচেয়ে বেশি কাজ করবেন তারা হচ্ছেন সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক। নৈপূণ্যকে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য সেই শিক্ষককে ইউজার আইডি ও পাসওয়ার্ড সবার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক অন্তর্ভুক্তি করা লাগবে।
নিচের ধাপ গুলো অনুসরণ করে বিষয় শিক্ষককে নৈপুণ্য অ্যাপে নিবন্ধন করে নিন-
১. নৈপূণ্য এডমিন প্যানেল master noipunno gov bd ওয়েবসাইটে প্রবেশ করুন এবং প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন;
২. মেন মেনু থেকে শিক্ষক তালিকা অথবা নিচে সাতটি ব্যবস্থাপনা থেকে শিক্ষক ব্যবস্থাপনা অপশনটি নির্বাচন করুন।
৩. ছবির দ্বিতীয় অংশে দেখানো স্থানে লেখা শিক্ষক সংযুক্ত করুন বাটনে ক্লিক করতে হবে। যদি শিক্ষক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS পোর্টালে এইচআরএম রেজিস্ট্রেশন করা হয়ে থাকে সেক্ষেত্রে প্রাপ্ত পিডিএফ নাম্বার দিয়ে তথ্য সংগ্রহ সংযোজন করতে পারবেন অথবা পিডিএফ না থাকলেও শিক্ষক নিবন্ধন করা যাবে।
৪. শিক্ষক যুক্ত করার ফরমে প্রথম অংশেই শিক্ষকের পিডিএস আইডি নম্বর বা ইনডেক্স নম্বর দিয়ে তথ্য খোঁজার একটি ফিল্ড থাকবে। এখানে আপনি শিক্ষকের পিডিএফ নাম্বার অথবা ইনডেক্স নম্বর দিয়ে তথ্যগুলো সার্চ করতে পারেন। আপনার ইনপুট দেয়া আইডি নাম্বারটি সঠিক থাকলে শিক্ষকের মৌলিক তথ্যগুলো স্বয়ংক্রিয়ভাবে ফিলাপ হয়ে যাবে।
৫. এরপর প্রয়োজনীয় সংযোজন গুলো বা সংশোধনীগুলো সম্পন্ন করে অর্থাৎ শিক্ষকের নাম বাংলা এবং ইংরেজি, পদবী, শিক্ষকের ফোন নম্বর, ইমেইল এড্রেস, জাতীয় পরিচয় পত্র নম্বর, শিক্ষকের নিজ বিভাগ এবং জেলা আর উপজেলা নির্বাচন করে রক্তের গ্রুপ নির্বাচন করবেন।
৬. এরপর ওই শিক্ষকের সাথে জরুরী কোন কাজে যোগাযোগের কোন বিশেষ নম্বর জরুরি যোগাযোগ নম্বর ফিল্ডে এন্ট্রি দিয়ে তথ্য সংযোজন বাটনে ক্লিক করবেন।
সবকিছু ঠিক থাকলে আপনার কাঙ্খিত শিক্ষকের তথ্যটি নৈপূর্ন প্ল্যাটফর্মে নিবন্ধিত হয়ে যাবে এবং সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ও শিক্ষকের মোবাইলে একটি ক্ষুদেবার্তায় ইউজার আইডি এবং পিন কোড পাঠানো হবে। পরবর্তীতে তিনি নৈপুণ্য পিন কোড পরিবর্তন পদ্ধতি জেনে নতুন পিন কোড সেট করতে পারবেন।
নৈপূণ্য-তে শিক্ষার্থী রেজিস্ট্রেশন
নতুন কারিকুলামে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ফলাফল সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণের জন্য একটি দারুণ সিস্টেম হচ্ছে নৈপুণ্য। এখানে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক মূল্যায়নের জন্য শ্রেণী ভিত্তিক শিক্ষার্থীদের তথ্য এন্টি দিতে হবে অর্থাৎ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে হবে। নিচের পদ্ধতি গুলো অনুসরণ করে শিক্ষার্থী রেজিস্ট্রেশন করা যাবে-
১. নৈপুণ্য এডমিন চ্যানেলে প্রবেশ করুন এবং সাতটি ব্যবস্থাপনা থেকে ৬ নম্বর অপশন অর্থাৎ শিক্ষার্থী ব্যবস্থাপনা বাটনে ক্লিক করুন।
২. শিক্ষার্থী ব্যবস্থাপনা পাতায় প্রতিষ্ঠানের নাম সহ বিস্তারিত বিবরণের সাথে নিবন্ধনকৃত শিক্ষার্থীদের তালিকা দেখাবে এখান থেকে বিশেষ শ্রেণীর শিক্ষার্থী তালিকা চাইলে দেখা যাবে। এই পাতায় থাকা শিক্ষার্থী যুক্ত করুন বাটনে ক্লিক করুন।
৩. নৈপূণ্য অ্যাপে শিক্ষার্থী রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে দুটো পদ্ধতি ব্যবহার করা যাবে। প্রথম টি হল আলাদা আলাদা ভাবে শিক্ষার্থী যোগ করা আর অন্যটি হচ্ছে একাধিক শিক্ষার্থী একসাথে যোগ করা। আপনি যে পদ্ধতিটি পছন্দ করবেন সেটিতে ক্লিক করুন।
৪. একক শিক্ষার্থী যোগ করার ক্ষেত্রে শিক্ষার্থী রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয় তথ্য দিয়ে তথ্য সংযোজন বাটনে ক্লিক করবেন। এখানে প্রথমে ব্রাঞ্চ, শিফট, ভার্শন, যে শ্রেণীতে শিক্ষার্থী নিবন্ধন করতে চান সেই শ্রেণীটি, এবং যে সেকশনের শিক্ষার্থী অন্তর্ভুক্ত করবেন সেই সেকশনটি নির্বাচন করবেন।
এরপর শিক্ষার্থীর শ্রেণী রোল, শিক্ষার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে, অষ্টম, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের ক্ষেত্রে বোর্ড রেজিস্ট্রেশন নাম্বার, শিক্ষার্থীরা অনলাইন জন্ম নিবন্ধন নম্বর, জন্মতারিখ, লিঙ্গ, ধর্ম, শিক্ষার্থীর মোবাইল নাম্বার, পিতার নাম ও মাতার নাম বাংলায়, ইংরেজিতে, পিতা এবং মাতার মোবাইল নম্বর এবং অভিভাবকের মোবাইল নম্বর দিয়ে তথ্য সংযোজন করবেন।
৫. একাধিক শিক্ষার্থী যোগ করার ক্ষেত্রে প্রথমেই পরমে দেয়া নমুনা এক্সেল ফাইলটি ডাউনলোড করে নিবেন এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ফিল্ডে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করবেন। আর ইতোমধ্যেই তথ্য এন্ট্রি করা থাকলে সেগুলোকে কপি করে এই ওয়ার্কশিটে পেস্ট করবেন।
এরপর ব্রাঞ্চ, শিফট, ভার্সন, ট্রেনিং, সেকশন ইত্যাদি নির্বাচন করার পর ড্রাগন ড্রপ অপশনে ফাইলটি সিলেক্ট করে দিয়ে তথ্য সংযোজন বাটনে ক্লিক করলে আপনার তথ্যগুলোর নির্ধারিত সেকশনে যোগ হয়ে যাবে।
প্রিয় শিক্ষক আশা করছি উপুক্ত কাজগুলো আপনি ভালোভাবে করতে পারবেন এই সংক্রান্ত অন্য কোন তথ্য প্রয়োজন হলে নৈপুর্য সাপোর্টে যোগাযোগ করুন অথবা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে ফেসবুক পেজটি ফলো করে রাখুন।
4 Comments
Pingback: ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ও নির্দেশিকা পিডিএফ ডাউনলোড - 3 Easy Way to Download Original PDF - Naipunno
Sohan
Sultan
Pingback: শনি গ্রহ নিয়ে বিস্তারিত তথ্য - Naipunno