DeepSeek Ai: আমি ডিপশিখের কাছে জিজ্ঞেস করছি, ডিপশিখ এআই তৈরি করতে কত টাকা খরচ হয়েছে? ডিপশিখ কি আমাকে উত্তরটা দেবে? ভাই, স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পারছেন। অলরেডি দেখতে পারছেন, কি করছে সে!
আসসালামু আলাইকুম। পুরা দুনিয়া তোলপাড় এখন ডিপশিখ ওপেন এআই নিয়ে। চাইনিজ ইয়াহী ভাই, পুরা দুনিয়ার মাথাটাকে ঘামিয়ে দিয়েছে। তারা এত অল্প টাকায় এত ভালো কিছু কিভাবে তৈরি করে ফেলল!
DeepSeek Ai
আজকে আমি দুইটা এআই নিয়ে বসে পড়েছি। আমার ডান সাইডে রয়েছে ডিপশিখ ওপেন এআই, আর বাম পাশে রয়েছে ৪ জিবি। তা টিপসই, কিন্তু এখন ফ্রি-তে ডাউনলোড করে ব্যবহার করা যাচ্ছে।
কিভাবে ডাউনলোড করবেন, ব্যবহার করবেন—সেটাও আমি এই ভিডিওতেই দেখিয়ে দেব।
দুইটা এআই নিয়ে বসেছি। দুইটা এআইকেই আমি বিভিন্ন প্রশ্ন করব। আমার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করব। দেখা যাক, কোন এআই সবচেয়ে ভালোভাবে আমার প্রশ্নের উত্তর দিতে পারে।

প্রথমে চলুন, চ্যাটজিপিটিকে এই প্রশ্ন করা যাক—আমি ইংরেজি বলতে পারি না। দেখা যাক, চ্যাটজিপিটি কি বলে!
আপনি বাংলা ভাষায় কথা বলতে পারেন? আমি বুঝতে পারব, আপনি কি জানতে চান। ওকে! এবার DeepSeek Ai কাছে যাওয়া যাক।
আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আপনি যদি ইংরেজিতে কথা বলতে না পারেন, তাহলে বাংলাতেই কথা বলুন। আমি আপনার সাথে বাংলাতেই যোগাযোগ করতে পারব। আপনি কি জানতে চান বা কি সাহায্যের প্রয়োজন, তা আমাকে বলুন। সাথে একটা ইমোজি! বাহ! চলুন, পরবর্তীতে তাদের দুজনকে আরও কিছু বলা যাক।
আরও পড়ুনঃ ডিপসিক বনাম চ্যাটজিপিটি বিতর্কের অবসান – Deepseek vs ChatGPT
ডিপসিক এর কাজের কৌশল
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম! কেমন আছেন? আচ্ছা, সালামের উচ্চারণটা একটু অন্যরকম মনে হলো। এবার DeepSeek Ai বলল—আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম! কেমন আছেন আপনি? আজকে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সাথে একটা ইমোজি! বাহ! বাহ! বাহ!
ডিপশিখ আসলেই গভীরভাবে আমার সাথে মেশার চেষ্টা করছে তো! দেখা যাক, এবার একটা প্রশ্ন করি। একটা সহজ প্রশ্ন করি, চ্যাটজিপিটিকে।
প্রথমে করা যাক—আমি একটা হিসাব মিলাতে পারছি না। আজকে বাজার করতে গিয়েছিলাম, চারশো তিরিশ টাকা দিয়ে নিরানব্বইটি লেবু কিনেছি।
আমি বুঝতে পারছি না, এখানে আমার একটি লেবুর দাম কত হলো? এবং, পনেরোটি লেবুতে যদি ১ কেজি হয়, তাহলে এখানে আমি কত কেজি লেবু পেলাম?
আগে দেখি, চ্যাটজিপিটি কেমন উত্তর দেয়। আপনি চারশো তিরিশ টাকা দিয়ে নিরানব্বইটি লেবু কিনেছেন। প্রতিটি লেবুর দাম… কী গণিতিক সূত্রমূত্র বসালো!
সঠিক কোনো কিছু তো এখানে আমি বুঝতেই পারছি না! লাস্টে এসে উত্তর লিখে দিলো—প্রতি লেবুর দাম ৪.৬৭ টাকা, আর মোট ওজন ৬.১৩ কেজি।
এবার আমি DeepSeek Ai এর কাছে একই প্রশ্ন করব। আচ্ছা, প্রশ্নটা আমি… চলে যাব এখান থেকে। আবার দেখে দেখে বলি—আমি একটা হিসাব মেলাতে পারছি না।
আজকে বাজার করতে গিয়েছিলাম, চারশো তিরিশ টাকা দিয়ে নিরানব্বইটি লেবু কিনেছি। আমি বুঝতে পারছি না, এখানে আমার একটি লেবুর দাম কত হলো?
এবং, পনেরোটি লেবুতে যদি ১ কেজি হয়, তাহলে এখানে আমি কত কেজি লেবু পেলাম? ওকে, ডিপশিখ! ডাইনিজ ম্যান, তোমার উত্তর দেখব আমি!
ভাই, স্ক্রিনে আপনারা অলরেডি দেখতে পারছেন। অলরেডি দেখতে পারছেন, কি করছে সে! দেখুন! আসুন, আপনার হিসাবটি ধাপে ধাপে সমাধান করি।
একটি লেবুর দাম বের করা—আপনি মোট ৪৩০ টাকা দিয়ে নিরানব্বইটি লেবু কিনেছেন। তাহলে, একটি লেবুর দাম সমান মোট টাকা ভাগ লেবুর সংখ্যা।
বাহ! বাহ! বাহ! আমাকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে, কিভাবে সে উত্তরটা বের করেছে! একটি লেবুর দাম সমান ৪.৬৭ টাকা। ঠিক আছে। এবার আমি প্রশ্ন করেছিলাম—কত কেজি লেবু আমি পেয়েছি?
মোট লেবুর সংখ্যা ভাগ পনেরোটি লেবু সমান আমার ৬.১৩ কেজি, মানে ৬ পয়েন্ট ১৩ কেজি লেবু আমি পেয়েছি। সংক্ষেপে, একটি লেবুর দাম ৪.৬৭ টাকা, মোট লেবুর ওজন ৬.১৩ কেজি।
DeepSeek Ai, যেটা কিনা ডিপলি আমার প্রশ্নের উত্তর দিচ্ছে, আমার সাথে ডিপলি বন্ধুত্ব করছে এবং আমার কথা বোঝার চেষ্টা করছে। সেই সাথে আমি যে প্রশ্নটা চাচ্ছি, সেটা খুলে ভেঙে ডিপলি আমাকে জানিয়ে দিচ্ছে।
দ্যাট ইজ ডিপশিখ! চলুন, এবার দেখে নেই কিভাবে ডিপশিখ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন।
বিশেষ প্রবন্ধঃ আদালতে যা বললেন ফারজানা রুপা – স্বাভাবিক জীবনে ফেরার আকুতি
আপনার ফোনে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে সার্চ করবেন “ডিপশিখ” লিখে। “ডি-ডাব্লিউ-পি-এস-ডাব্লিউ” এই লোগোওয়ালা যে অ্যাপটি রয়েছে, এটাকে জাস্ট ইন্সটল করে নেবেন।
ইন্সটল কমপ্লিট, এবার ওপেন করতে হবে। “এগ্রি” করবেন, তারপর “সাইন ইন উইথ গুগল” এখানে ট্যাপ করতে পারেন বা আপনি সরাসরি এখান থেকে সাইন আপও করে নিতে পারেন।
এগিয়ে “এগ্রি” করতে হবে এবং মেইলটা সিলেক্ট করতে হবে। জাস্ট অলরাইট! ডিপশিখ অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেল।
মেসেজ অপশন চলে এসেছে। এবার আমি যেমন শুরুতে ডিপশিখের সাথে চ্যাট করলাম, এভাবে আপনি যা খুশি, যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন। যত কঠিন প্রশ্ন হোক না কেন, সে আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই কিন্তু বসে আছে।
আর DeepSeek Ai সম্পূর্ণ ফ্রিতেই এখন ব্যবহার করা যাচ্ছে! জানি না, ইনফিউচার হয়তোবা পেইড কোনো সিস্টেম নিয়ে আসবে। আরেকটু অ্যাডভান্স করতে হলে হয়তো কিছু টাকা পেমেন্ট করতে হবে।
হতে পারে, স্বাভাবিক! অলরেডি বড় বড় জার্নি কোম্পানির মার্কেট শেয়ার ড্রপ খেয়েছে এই DeepSeek Ai-এর কারণে।
দেখুন, চায়নাকে অনেকভাবে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, যাতে তারা এআই নিয়ে কিছু করতে না পারে। আর চায়না, অল্প টাকা খরচ করে—শোনা যাচ্ছে, ৬ বিলিয়ন ডলারের কাছাকাছি খরচ হয়েছে ডিপশিখ তৈরি করতে।
যেখানে কিনা চ্যাটজিপিটি তৈরি করতে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি খরচ হয়ে গেছে!
ডিপশিখ কিন্তু এমন একটা এআই মডেল দাঁড় করিয়ে ফেলেছে, যা চ্যাটজিপিটির সমতুল্য এবং কোনো কোনো দিক থেকে ডিপশিখ চ্যাটজিপিটি থেকে এগিয়েও রয়েছে।
আর DeepSeek Ai শুধু আপনাকে এইসব প্রশ্নের উত্তর দিচ্ছে, এমন না! ডিপশিখে কিন্তু আরও দুটি অপশন রয়েছে—”ভার্স” এর মাধ্যমে ইন্টারনেটের বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করে আপনি যে প্রশ্নটা করবেন, সেটার উত্তর সে দেবে।
এই যে “সার্চ অপশন” টা এনেবল করে আপনি যখন প্রশ্ন করবেন, আর “ডিপ থিংক” এটা এনেবল করে যখন প্রশ্ন করবেন, তখন আরও গভীরভাবে, আরও রিসার্চের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর সে দেবে।
দেখুন, এআই কিন্তু মানুষের চাকরি খাবে না! বরং এআই-এর মাধ্যমে আপনি নিজেকে আরও অ্যাডভান্স করে ফেলতে পারেন।
সো, এআই যুগে যেহেতু আমরা চলে এসেছি, এআই-কে আমাদের সাধুবাদ জানিয়ে গ্রহণ করতে হবে। এআই ব্যবহার করা শিখতে হবে। এআই না ব্যবহার করলে বরং আপনি পিছিয়ে পড়বেন।
Comments ৩