ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ও নির্দেশিকা পিডিএফ ডাউনলোড: সম্মানিত শিক্ষকমন্ডলী এবং অভিভাবকবৃন্দ আপনাদের জন্য আজকের আয়োজনে আলোচনা করব আসন্ন ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ এর ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক মূল্যায়নের নির্দেশিকা এবং প্রশ্ন ডাউনলোড করার সঠিক পদ্ধতি গুলো সম্পর্কে।
আপনি যদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে থাকেন এবং নতুন কারিকুলামের আলোকে শ্রেণীকক্ষে পাঠদান করেন তাহলে শিক্ষার্থীদের সঠিকভাবে মূল্যায়নের জন্য আপনার বিষয়ের সামনে মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ এর মূল্যায়ন নির্দেশিকা এবং প্রশ্নপত্র অত্যন্ত জরুরী একটি বিষয়।
যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এবার পরীক্ষার আগের দিন রাতে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে তাই নির্ধারিত সময়ের মধ্যে মূল্যায়ন টুল এবং প্রশ্ন ডাউনলোড করতে পারা খুবই গুরুত্বপূর্ণ।
ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন
পূর্বে প্রকাশিত ২০২৪ সালের অর্ধ বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের সান্মাসিক সমষ্টিক মূল্যায়নের প্রশ্ন সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার আগের রাতে প্রতিষ্ঠান প্রধানের নৈপূণ্য প্যানেল, সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইট এবং এনসিটিবির ওয়েবসাইটে প্রকাশ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।
নৈপুণ্য রেজিস্ট্রেশন আছে এমন শিক্ষাপ্রতিষ্ঠান ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ডাউনলোড করে প্রতি শিক্ষার্থীর জন্য এক সেট প্রিন্ট করে রাখতে হবে এবং পরীক্ষার দিনে শিক্ষার্থীদের হাতে বিদ্যালয় থেকে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন সরবরাহ করা লাগবে। সেই সাথে সংশ্লিষ্ট বিষয়ের মূল্যায়ন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার আগের রাতেই দেয়া হবে।
আজকের আয়োজনে আপনাদের জানাবো ঠিক কয়টি পদ্ধতিতে ঝামেলাহীন ভাবে মূল সার্ভারগুলো ব্যস্ত থাকলেও অথবা মূল সার্ভার থেকে ডাউনলোড করা সম্ভব না হলেও কিভাবে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ডাউনলোড করবেন এবং সংরক্ষন করবেন।
নৈপুণ্য এডমিন প্যানেল থেকে ষাণ্মাসিক মূল্যায়ন টুলস্ ডাউনলোড
জাতীয় শিক্ষা ক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এর প্রকাশিত ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কিত নির্দেশনায় বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নৈপুণ্য অ্যাপ লগইন এডমিন ড্যাশবোর্ড থেকে ষাণ্মাসিক মূল্যায়ন টুলস্ বা প্রশ্ন ডাউনলোড করা যাবে।
যেকোন কম্পিউটার থেকে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স ব্যবহার করে master.noipunno.gov.bd ঠিকানায় প্রবেশ করলে দেখবেন মেইন মেনুতে একটি নতুন অপশন “ষাণ্মাসিক মূল্যায়ন প্রশ্ন” যুক্ত হয়েছে। সরাসরি master.noipunno.gov.bd/get-exam-paper প্রবেশ করলে প্রতিদিনের প্রশ্ন পাবেন।
মনে রাখবেন নৈপুণ্য অ্যাপ ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধানের ড্যাশবোর্ড পাওয়া যাবেনা। শুধুমাত্র কম্পিউটার ব্যবহার করে অথবা মোবাইলের ডেক্সটপ মুড চালু করে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন রুটিন অনুযায়ী নির্ধারিত সময়ে প্রকাশিত টুলস্ পাওয়া যাবে।
০৩ জুলাই ২০২৪ তারিখের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন
শ্রেণি | বিষয় | প্রশ্ন | নির্দেশিকা |
ষষ্ঠ | বাংলা | ডাউনলোড | ডাউনলোড |
সপ্তম | ইসলাম শিক্ষা | ডাউনলোড | ডাউনলোড |
হিন্দু ধর্ম শিক্ষা | ডাউনলোড | ডাউনলোড | |
বৌদ্ধ ধর্ম শিক্ষা | ডাউনলোড | ডাউনলোড | |
খৃষ্টধর্ম শিক্ষা | ডাউনলোড | ডাউনলোড | |
অষ্টম | জীবন ও জীবিকা | ডাউনলোড | ডাউনলোড |
নবম | ইতিহাস ও সামাজিক বিজ্ঞান | ডাউনলোড | ডাউনলোড |
মাউশি ওয়েবসাইট থেকে প্রশ্ন সংগ্রহ
নৈপুণ্য ওয়েবসাইটে কোনো কারনে প্রশ্ন ডাউনলোড করা সম্ভব না হলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েব থেকেও ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ও নির্দেশিকা সংগ্রহ করা যাবে।
dshe.gov.bd ঠিকানা প্রবেশ করে হোমপেইজে অথবা নোটিশ বোর্ড ফলো করে নির্ধারিত তারিখের সংশ্লিষ্ট বিষয়ের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ও নির্দেশিকা ডাউনলোড করা অপশন পাবেন।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট থেকে সংগ্রহ
মাদ্রাসা সমূহের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য আলাদাভাবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও পাওয়া যাবে। নৈপুণ্য অ্যাপে প্রশ্ন ডাউনলোড করা সম্ভব না হলে সেখান ডাউনলোড করার সুযোগ আছে।
Tmed gov bd সাইটে প্রবেশ করে নোটিশ বোর্ড থেকে অথবা সার্ভিস বক্স থেকে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন মডিউল থেকে প্রশ্ন ও নির্দেশিকা সংগ্রহ করা যাবে।
বিকল্প সোর্স থেকে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন প্রশ্ন ডাউনলোড
উপরে বর্ণিত সোর্সগুলো থেকে ২০২৪ শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত সাল্মাসিক সংস্কৃতিক মূল্যায়নের প্রশ্নপত্র ডাউনলোড করতে অসুবিধা হলে অন্যান্য বিকল্পগুলো থেকে ডাউনলোড করার সুবিধা রয়েছে। আমাদের এই ভিডিও ডেসক্রিপশন ফলো করলেও আপনি ওই সোর্সগুলো থেকে প্রশ্ন প্রকাশিত হওয়ার সাথে সাথেই ডাউনলোড করার সুযোগ পাবেন।
আপনি চাইলে এই ব্লকটি ব্রাউজারে বুক মার্ক করে রাখতে পারেন অথবা এই ভিডিওটি সেভ করে রাখতে পারেন কারণ প্রশ্ন প্রকাশিত হওয়ার সাথে সাথে অ্যাড দেস্ক্রিপশন আপডেট করে প্রশ্ন সংযুক্ত করে দেয়া হবে সেই লিংক থেকে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে প্রশ্নগুলো ডাউনলোড হয়ে যাবে।
তাই নৈপুণ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইট ডাউন থাকলেও বা অতিরিক্ত ট্রাফিকের কারণে প্রবেশ করতে না পারলেও এখান থেকে সরাসরি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।
5 Comments
আপনার এখানে কী প্রশ্নগুলো পাওয়া যাবে ?
অষ্টম শ্রেণীর বৌদ্ধ ধর্ম প্রশ্ন প্লিজ দেন
8ম class
ভাই, নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রশ্ন দেন।
নবম শ্রেণির ষান্মাসিক মূল্যায়ন ইসলাম ও নৈতিক শিক্ষা প্রশ্ন