ব্যবহারকারীর ধরন অনুযায়ী নৈপুণ্য অ্যাপে লগইন পদ্ধতি ভিন্ন। শিক্ষাপ্রতিষ্ঠান, বিষয় শিক্ষক, শ্রেণি শিক্ষক ও সাপোর্টের জন্য রয়েছে আলাদা পোর্টাল। এগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে। সরাসরি এখান থেকে আসল নৈপুণ্য অ্যাপে প্রবেশ করা যাবে।
আপনি যে রকমের ব্যবহারকারী সেই তথ্য ব্যবহার করে Noipunno Apps Login করবেন। অন্য ইউজার এর তথ্য দিয়ে অন্যজন প্রবেশ করতে পারবেন না। সুতরাং নিজের তথ্য সংগ্রহ করে লগইন এর প্রস্তুতি নিন।
Table of Contents
প্রতিষ্ঠান লগইন
নৈপুণ্য অ্যাপে বিভিন্ন ব্যবস্থাপনা, তথ্য এন্ট্রি, সংশোধন, শিক্ষক যোগ করা, বিষয় নির্বাচন এবং বিষয় ব্যবস্থপনার জন্য ’প্রতিষ্ঠান হিসেবে প্রবেশ করতে হবে। সাধারণ ব্যবহারকারী যুক্ত করা সহ যাবতীয় প্রশাসনিক কার্যাবলী প্রতিষ্ঠান হিসেবেই করা যাবে।
শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডমিন হিসেবে প্রবেশ করার জন্য দুটো ঠিকানায় https://accounts.noipunno.gov.bd/ অথবা https://master.noipunno.gov.bd/ ইউআরএল-এ প্রবেশ করতে হবে।
আপনার সামনে আগত লগ-ইন বা প্রবেশ স্ক্রীনে EIIN নাম্বার এবং ডিফল্ট পাসওয়ার্ড হিসেবে 123456 ব্যবহার করুন। সবকিছু ঠিক থাকলে নিচের ছবিমত স্ক্রীন দেখতে পাবেন।
যেহেতু প্রতিষ্ঠানে নৈপুন্য অ্যাপের মাধ্যমে নতুন শিক্ষাক্রমের ফলাফল ব্যবস্থাপনা করা হবে সেহেতু প্রতিষ্ঠানের ইউজার ক্রেডেনশিয়াল অত্যন্ত নিরাপদ রাখতে হবে। সাবধানতার সাথে ব্যবহার করবেন।
প্রধান শিক্ষক / প্রতিষ্ঠান প্রধান হিসেবে লগিন
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানদের জন্য নৈপুণ্যতে রয়েছে আলাদা লগ-ইন প্যানেল। প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অধ্যক্ষরা তাদের পিডিএস আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশ করার সুযোগ পাবে।
master.noipunno.gov.bd ইনপুট করে উনারা প্রবেশ করার পর যাবতীয় এডমিন ব্যবস্থাপনা করতে পারবে। প্রাথমিকভাবে নৈপুণ্য অ্যাপে ৭টি গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা সম্পন্ন করতে হবে।
বিষয় শিক্ষক হিসেবে Noipunno Login
নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকরা ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম শ্রেণির বিভিন্ন বিষয়ের ধারাবাহিক, সামষ্টিক, ও ষাণ্মাসিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য বিষয় শিক্ষকদের জন্য নৈপুন্য মূল্যায়ন প্যানেল রয়েছে।
বিষয়ভিত্তিক মূল্যায়নের জন্য শিক্ষকগণ চাইলে গুগল প্লে-স্টোর থেকে নৈপুণ্য অ্যাপ ডাউনলোড করে অথবা অনলাইন ভার্সনে নিজস্ব ইউজার ব্যবহার করে প্রবেশ করার ব্যবস্থা আছে।
মূল্যায়নের জন্য শিক্ষক প্রবেশ করতে হলে প্রথমে প্রতিষ্ঠান প্রধান বা অ্যাডমিন কর্তৃক শিক্ষক হিসেবে রেজিষ্ট্রেশন করতে হবে। নৈপুণ্য অ্যাপে বিষয় শিক্ষক রেজিষ্ট্রেশন পদ্ধতি জেনে কাজটি সহজে করা যাবে।
এছাড়াও মূল্যায়ন ওয়েব ভার্সন ব্যবহার করা যাবে। কাজটি করতে হলে প্রথমে নৈপুণ্য হোমপেইজে গিয়ে নির্ধারিত বাটনে ক্লিক করে Evaluation Noipunno Gov BD ইউআরএল-এ প্রবেশ করবে।
এর জন্য প্রয়োজন হবে সংশ্লিষ্ট শিক্ষকের ইউজার আইডি বা পিডিএস আইডি। যেসকল শিক্ষক এমপিওভুক্ত তারা পিডিএস দিয়ে লগ-ইন করবে আর যারা খন্ডকালীন বা পিডিএস নেই তারা রেজিষ্ট্রেশন করার পর এসএমএস প্রাপ্ত ইউজার ক্রেডিনশিয়াল দিয়ে প্রবেশ করতে হবে।
কোন শিক্ষক পাসওয়ার্ড ভুলে গেলে নৈপুণ্য পাসওয়ার্ড রিসেট করার নিয়ম অনুসরণ করে নতুন পাসওয়ার্ড নিতে পারবে। বিড়ম্বনা এড়াতে নোটপ্যাডে নোট করে রাখতে পারেন।